কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট: একের ভেতর অনেক

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Image নিজস্ব প্রতিবেদক
news-banner
  ছবি: সংগৃহীত
কুয়াকাটা, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক অপূর্ব স্বর্গীয় ঠিকানা। এখানে এসে যেন প্রকৃতির সঙ্গে মানুষের মনের গভীর এক সংযোগ স্থাপন হয়। কুয়াকাটার শান্ত পরিবেশ, যেখানে সমুদ্রের গর্জন সব দুশ্চিন্তা মুছে দেয়। মনে হয় যেন পৃথিবীর কোলাহল থেকে মুক্তি পাওয়া গেল। সূর্যোদয় ও সূর্যাস্ত-দুটিই একসঙ্গে দেখা যায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রসৈকতে।

কুয়াকাটার স্বর্গীয় সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে শিগগিরই তৈরি হতে যাচ্ছে কৃষিবিদ সী প্যালেস, যা কুয়াকাটার জিরো পয়েন্টের কাছে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। হোটেলটি কেবল একটি স্থাপনাই হবে না, হবে এক নতুন অভিজ্ঞতার পৃথিবী। কাতারের দোহার রিতাজ হোটেল অ্যান্ড হসপিটালিটির অধীনে পরিচালিত কৃষিবিদ সী প্যালেস আন্তর্জাতিক মানের এক সম্পূর্ণ নতুন পর্যটন আকর্ষণ তৈরি করবে।

প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গড়ে ওঠা এই হোটেলে থাকবে বিশাল লবি, যেখানে প্রথম পা রাখতেই অতিথিরা হারিয়ে যাবেন বিলাসবহুল এক জগতে। সুইমিং পুলের নীল জলরাশির সঙ্গে শিশুদের জন্য থাকবে কিডস পুল, যেন প্রতিটি বয়সের মানুষই এখানে আনন্দে ভেসে যেতে পারে। স্পা, সউনা, শপিং সেন্টার, জগিং ট্র্যাক, গেম জোন, এটিএম বুথ-প্রতিটি সেবা এমনভাবে তৈরি করা হবে, যা মানুষের মনে শান্তি আর আনন্দের উপলক্ষ এনে দেবে।

আউটডোর সিটিং থেকে সমুদ্রের ঢেউয়ের মৃদু আওয়াজ শুনতে শুনতে বার-বি-কিউ উপভোগ করা কিংবা প্রেসিডেনশিয়াল স্যুটের জানালা দিয়ে সূর্যোদয় দেখা-সবই যেন এক স্বপ্নময় অনুভূতির জন্ম দেবে। ২৪ ঘণ্টা রুম সার্ভিস, প্রার্থনার স্থান, জিমনেসিয়ামসহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে কৃষিবিদ সী প্যালেস শুধু কুয়াকাটার পর্যটনকে সমৃদ্ধ করবে না, এটি পর্যটকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে। কুয়াকাটার সঙ্গে পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দর এবং সড়ক যোগাযোগের উন্নয়ন ভ্রমণকে সহজতর করবে। কৃষিবিদ সী প্যালেসের মতো উদ্যোগ কুয়াকাটাকে বাংলাদেশের অন্যতম পর্যটন হাবে পরিণত করতে চলেছে।

কৃষিবিদ সী প্যালেস হোটেলের নকশা, নির্মাণ এবং পরিবেশবান্ধব কার্যক্রম কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন বিকাশের সঙ্গে অত্যন্ত সুসমন্বিত। কুয়াকাটার পর্যটনশিল্পের দ্রুত উন্নতির কারণে জমির মূল্য বাড়ছে এবং পর্যটকদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ উন্নয়ন বিনিয়োগকারীদের জন্য লাভজনক আয়ের সম্ভাবনা তৈরি করছে। তবে এই প্রকল্পে বিনিয়োগ করা শুধু একটি লাভজনক পদক্ষেপ নয়, এটি সম্মান, মর্যাদা এবং উচ্চ জীবনমানের প্রতীক হিসেবে বিবেচিত হবে। এ ধরনের আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেলে অংশীদার হওয়া আপনাকে শুধু অর্থনৈতিক সাফল্যই এনে দেবে না বরং একটি মর্যাদাসম্পন্ন বিনিয়োগকারীর এক বিশেষ সম্মানের কারণও বটে।

প্রকল্পটি বার্ষিক ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ মুনাফা অর্জনের সুযোগ করে দেবে, যা কুয়াকাটার ক্রমবর্ধমান পর্যটন উন্নয়নের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। বিনিয়োগকারীদের জন্য আরও বিশেষ সুবিধা হিসেবে রয়েছে প্রতিবছর ২ রাত ৩ দিনের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে থাকার সুযোগ। সর্বোপরি, এই বিনিয়োগের মাধ্যমে আপনি বৈধ আয় নিশ্চিত করতে পারবেন, যা মানসিক শান্তি ও মর্যাদার আরেকটি মাত্রা যোগ করবে।

কৃষিবিদ সিটি: সবুজের মাঝে স্বপ্নের আবাস

কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট (কেজিআরই) বাংলাদেশে আধুনিক ও টেকসই আবাসনের স্বপ্নকে বাস্তবায়িত করে চলেছে প্রতিনিয়ত। এর অধীনে কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড (কেপিএল) এবং গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড (জিএলডিএল) দেশের মানুষের আবাসন খাতের চাহিদা পূরণে এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করছে।

‘সবুজের মাঝে স্বপ্নের আবাস’ স্লোগানে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (জিএলডিএল) অন্যতম আবাসন প্রকল্প ‘কৃষিবিদ সিটি’। ঢাকার বিরুলিয়ায় অবস্থিত প্রকল্পটি উত্তরা ৩য় প্রকল্পের সন্নিকটে। এ প্রকল্পটিতে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ৫০০ হেক্টর জমিতে ৩,২৫০টি প্লট তৈরি করা হয়েছে, যেখানে ইতিমধ্যে প্রায় ১,৭০০ প্লট সফলভাবে গ্রাহকদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।

প্রকল্পটির কাছেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসের অবস্থান হওয়ার কৃষিবিদ সিটি শিক্ষানগরী হিসেবেও পরিচিতি লাভ করেছে। প্রকল্পের প্রাকৃতিক লাল মাটির উঁচু জমিতে প্লট ক্রয়ের সুযোগ রয়েছে। শক্ত মাটির কারণে এখানে পাইলিংয়ের প্রয়োজন নেই এবং প্রকল্পটি নিজস্ব লেক দ্বারা বেষ্টিত। নগদ ও কিস্তিতে প্লট কেনার সুযোগ থাকায় এটি ঢাকার নিকটবর্তী সবুজে ঘেরা একটি আদর্শ আবাসিক প্রকল্প হিসেবে গ্রাহকদের অন্যতম পছন্দ। প্লটের মূল্য প্রতি কাঠা ৮ থেকে ২৫ লাখ টাকার মধ্যে নির্ধারিত।

অনলাইন আবাসন মেলায় কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড

২০০৮ সালে প্রতিষ্ঠিত কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড রিয়েল এস্টেট খাতে একটি সুপ্রতিষ্ঠিত নাম। সুলভ মূল্যে সর্বোচ্চ নির্মাণমান নিশ্চিতকরণের মাধ্যমে কৃষিবিদ এবং অন্য পেশাজীবীদের জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং নির্মাণ করে চলেছে প্রতিষ্ঠানটি। এটি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (রিহ্যাব) সদস্য। বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী সকল নির্মাণকাজ পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠান কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেডের বর্তমানে ঢাকা ও গাজীপুরে প্রায় ২৫টির বেশি অ্যাপার্টমেন্ট প্রকল্প চলমান রয়েছে। তার মধ্যে প্রথম আলো ডটকম আয়োজিত ৭ম অনলাইন আবাসন মেলায় প্রতিষ্ঠানটি ১৮ কাঠা জমিতে আলিফ প্যালেস (কাজীপাড়া), ৮ কাঠা জমিতে কেপিএল করিম প্যালেস (সেনপাড়া), ১২ কাঠা জমিতে কেপিএল মল্লিকা টাওয়ার (বিজয় সরণি), ১৬ কাঠা জমিতে গ্লোরিয়াস ফারুক পার্ক (কল্যাণপুর), কৃষিবিদ প্যারাডাইস (আদাবর) এবং গাজীপুরের প্রথম এবং একমাত্র কন্ডোমিনিয়াম প্রজেক্ট ৭২ কাঠার জমিতে কৃষিবিদ ভাওয়াল সিটি—এই ৬টি প্রকল্পের প্রদর্শনী করছে আকর্ষণীয় প্যাকেজ মূল্যে।

কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.kgrebd.comwww.kplbd.com www.krishibidcity.com, www.krishibidseapalace.com
image

আপনার মতামত দিন