ভুলেও কলব্যাক করা যাবে না যেসব নম্বরে

প্রকাশ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
প্রযুক্তির যুগে নানান ভাবে বিকাশ গ্রাহকদের সাথে প্রতারণার খবর প্রায়ই শোনা যায়। এবার জানা গেছে নতুন প্রতারণার খবর।
গভীর রাতে টার্গেটকৃত গ্রাহককের মোবাইল ফোনে অজানা নম্বর থেকে মিসডকল দেয়া হয়। ওই নম্বরের কোড হলো +২১৬ অথবা +২৪৭।


কলটি গুরুত্বপূর্ণ মনে করে পরে ওই নম্বরে কল ব্যাক করলে দেখা যাবে কেউ একজন কল রিসিভ করেছেন, কিন্তু কোনো কথা বলছেন না। বিরক্ত হয়ে লাইন কেটে দিলে এভাবে ওই গ্রাহক পড়ে যাবেন এক নতুন ক্রাইমের ফাঁদে। কারণ এরপর ওই গ্রাহকের প্রিপেইড অ্যাকাউন্ট চেক করলে দেখ যাবে যে ব্যাল্যান্স পুরো শেষ, এক পয়সাও নেই।

এরকম ঘটনা আজকাল প্রায় হচ্ছে। আর এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে নতুন এক প্রতারণার ফাঁদ। একটা প্রযুক্তি আছে যার নাম ‘ওয়ান রিং স্ক্যাম’।

এই প্রযুক্তির মাধ্যমে যিনি কল করছেন, তিনি অটোমেটিক ডায়াল অপশন ব্যবহার করেন যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আন্দাজে একের পর এক নম্বরে ডায়াল করা হয় এবং রিং বাজলেই কেটে যায় ফোন। আর স্বাভাবিকভাবেই ভিন্ন ধাঁচের নম্বর থেকে কল এলে তা গুরুত্বপূর্ণ বলে মনে হতেই পারে কারও কাছে।

তবে যখনই আপনি কলব্যাক করছেন, তখনই উচ্চ রেটের আন্তর্জাতিক হটলাইনের সঙ্গে যুক্ত করা হচ্ছে আপনাকে। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের কোনো সাইটের সঙ্গে সংযোগ ঘটে। কলব্যাক করার পর তা অন্যপাশ থেকে তা রিসিভ হবে ঠিকই। তবে হয় বিশেষ কোনো মিউজিক শুনতে পাবেন অথবা কোনো শব্দই পাবেন না।

এসব কল রিসিভ হওয়ামাত্রই শুধু হাইরেটে অর্থ কাটবে তাই নয়, যতক্ষণ আপনি অপেক্ষায় থাকবেন আপনার অ্যাকাউন্ট খালি হতেই থাকবে।

অনুসন্ধানে পাওয়া গেছে, আফ্রিকাভিত্তিক কয়েকটি দল এসব কলের মাধ্যমে ফোনের অর্থ ও স্টোরেজ থেকে ডেটা হাতিয়ে নিচ্ছে। তাই মোবাইল ফোন বাবহারকারীদের এই ব্যাপারে সতর্ক হতে হবে। ভুলেও কলব্যাক করা যাবে না অপরিচিত এই ধরণের নম্বরে।

image

আপনার মতামত দিন