যেসব ফোনকল গ্রহণ করলেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যাবে প্রতারকদের দখলে

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
প্রতারণা নেই এমন জায়গা খুব কম। এলাকাভিক্তিক শুরু করে অনলাইন জগতেও এখন প্রতারণার ছড়াছড়ি। হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন প্রতারকরা সরব।

অপরিচিত নম্বর থেকে আসা মাত্র একটি ফোনকল গ্রহণ করলেই সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যেতে পারে প্রতারকদের দখলে। শুনতে অবাক লাগলেও ‘কল মার্জিং’ নামের এ প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীদের ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টসহ ব্যাংক থেকে অর্থ চুরি করছে প্রতারকরা।

কীভাবে হয় কল মার্জিং প্রতারণা?

কল মার্জিং প্রতারণায় প্রতারকরা সাধারণত ভিকটিমের পরিচিতজন বা কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিশ্বাস অর্জন করে। পদ্ধতিটি মূলত তিনটি ধাপে চলে-

বিশ্বাস তৈরি: প্রতারক প্রথমে ভিকটিমকে ফোন করে পরিচিতজন বা ব্যাংক, মোবাইল অপারেটর বা সরকারি সংস্থার প্রতিনিধি সেজে কথা বলেন।

কল মার্জিং:
এরপর প্রতারক একই ফোনে অন্য একটি ব্যক্তিকে (যিনি হয়তো আসলেই ব্যাংক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি) যুক্ত করেন, যাতে ভিকটিম বিভ্রান্ত হন।

তথ্য হাতিয়ে নেওয়া:
ভিকটিম যখন ভাবেন তিনি আসল ব্যক্তির সঙ্গেই কথা বলছেন, তখন প্রতারকরা তার ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি বা ব্যক্তিগত তথ্য জেনে নেয়।

প্রতারকদের লক্ষ্য কী?

>> ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি করা
>>ওটিপি নিয়ে মোবাইল ব্যাংকিং থেকে টাকা হাতিয়ে নেওয়া
>>পরিচিতজন সেজে ফাঁদে ফেলে অর্থ আদায় করা
>>গোপন তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেইল করা।

কাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী, প্রবীণ নাগরিক ও প্রযুক্তি সম্পর্কে কম জানেন এমন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে আছেন।

প্রতিরোধে করণীয়

>>অপরিচিত নম্বর থেকে কল এলে সতর্ক থাকুন।
>>ব্যক্তিগত তথ্য, বিশেষ করে ব্যাংক সংক্রান্ত তথ্য, কারও সঙ্গে ফোনে শেয়ার করবেন না।
>>কোনো সন্দেহজনক কল এলে সেটি কেটে দিয়ে নিজের প্রতিষ্ঠান বা পরিচিত ব্যক্তিকে আলাদা নম্বর থেকে ফোন দিয়ে নিশ্চিত হোন।
>>মোবাইল অপারেটর বা ব্যাংকের কাস্টমার সার্ভিসের নম্বর আগে থেকে সংরক্ষণ করে রাখুন।
>>প্রতারিত হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

image

আপনার মতামত দিন