আরএনডিএম রিনুয়্যাল সেন্টার মোহাম্মদপুর, ঢাকায় এপিসকপাল যুব কমিশনের আয়োজনে ২৩-২৫ জানুয়ারি ২০২৫ অত্যন্ত সুন্দর ও সাফল্যমন্ডিতভাবে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা।
এই কর্মশালার মূলভাব ছিলো “সফল সঞ্চালনাই দর্শক ও মঞ্চকে জীবন্ত করে তোলে”।
তিন দিনের এই কর্মশালায় প্রথম দিনের শুভেচ্ছা পর্বে এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব শ্রদ্ধেয় ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি শুভেচ্ছা বক্তেব্য বলেন একজন উপস্থাপক হলেন একটি অনুষ্ঠানের বেগমান জীবনপ্রবাহের মূল পরিচালনাকারী, জীবনসঞ্চারী ও রূপকার। যা পেশাগত জীবনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মশালার প্রথম পর্বে প্রভাষক ও আবৃত্তিকার মি. তিতাস ভিনসেন্ট রোজারিও, সঠিক বাংলা উচ্চারণ, কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, এবং নিজেকে স্মার্টলি উপস্থাপনার কৌশল বর্নণা করেন। সেই সাথে মি. চয়ন রিবেরু, উপস্থাপকের উপস্থাপনায় একজন সফল উপস্থাপক হিসেবে কীভাবে অতিথিদের সম্মানজনকভাবে আসন গ্রহণ করানো যায়, সে বিষয়ে সহভাগিতা করেন।
দ্বিতীয় দিনে মঞ্চে উপস্থাপনা ও পাবলিক স্পিকিং কৌশল নিয়ে মিস্টার শরীফ হোসেন হৃদয় সিনিয়র সংবাদ পাঠক ও উপস্থাপক, চ্যানেল আই টিভি অত্যন্ত গুরুত্বর্পূণ ও শৈৗল্পিক দক্ষতার সাথে কলাকৌশল তুলে ধরেন। এছাড়া স্ক্রিপ্ট লেখা ও প্রস্তুত করার বিষয়ে আলোচনা করেন মো. হাসান মেহেদী, পরিচালক বৈঠক আবৃত্তি ও উপস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা।
এছাড়া বিশপ সুব্রত গমেজ, সভাপতি এপিসকপাল যুব কমিশন তার উপস্থাপনায় বলেন, একজন দক্ষ উপস্থাপক হতে হলে তার দৃষ্টিনন্দন বাচন ভঙ্গি সৃজনশীল উপস্থাপনা যোগাযোগের দক্ষতা সঠিক ড্রেস পরিধান এ সকল বিষয়ের উপরও নজন রাখা আবশ্যক।
তিন দিনের কর্মশালার শেষ দিনের সমাপণী খ্রিস্টযাগ অপর্ন করেন পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত গমেজ।
খ্রিষ্টযাগের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও প্রেরণবাণী পাঠ ও জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে সেবা করার প্রতিজ্ঞা গ্রহণের মাধ্যমে প্রথম জাতীয় অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এর সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য কর্মশালাটি বিভিন্ন বিষয়ে শিক্ষাদান ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি দৃষ্টান্তমূলক প্রচেষ্টা ছিলো।