হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সীমা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্যক্তিগত এবং বিজনেস একাউন্ট ব্যবহারকারী প্রতি মাসে সর্বোচ্চ ৩০টি ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সুযোগ পেতে পারেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সীমা নির্ধারণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের অতিরিক্ত ব্রডকাস্ট মেসেজ পাঠানো ঠেকানোর পাশাপাশি স্প্যাম বার্তা কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের পরিকল্পনা অনুযায়ী, ব্যবসায়ীরা নির্দিষ্ট গ্রাহকদের লক্ষ্য করে কাস্টমাইজড ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারবেন। এতে পণ্যসংক্রান্ত আপডেট, বিশেষ ছাড়ের ঘোষণা বা অন্যান্য বিপণনমূলক বার্তা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর (শিডিউল) সুবিধাও দেওয়া হবে।
পরীক্ষামূলক পর্যায়ে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনা মূল্যে ২৫০টি কাস্টমাইজড ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সুযোগ পাবেন।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ব্যবহারকারীরা যেন অতিরিক্ত বার্তার চাপে বিরক্ত না হন এবং শুধু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রডকাস্ট মেসেজ দেখতে পান, সে লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ উদ্যোগের আওতায় ব্রডকাস্ট মেসেজ পাঠানোর নিয়মে পরিবর্তন আনার পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের লোগোতেও পরিবর্তন আনা হবে।
বাজার বিশ্লেষকদের জানান, গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থেকে বিপণন, গ্রাহকসেবা ও ভেরিফিকেশনের মতো বিভিন্ন ধরনের বার্তা পাঠানোর জন্য অর্থ প্রদান করতে হয়। এত দিন বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনা মূল্যে সীমাহীন ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারলেও শিগগিরই অর্থের বিনিময়ে এ সুযোগ ব্যবহার করতে হবে। সূত্র: টেক ক্রাঞ্চ