সাইবার অপরাধীদের মধ্যে সাম্প্রতিক বছরগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রবণতা বেড়েছে। এআই এজেন্ট যেমন ওপেনএআইয়ের অপারেটের প্রবর্তনের ফলে এখন সাইবার হামলা অনেক সহজ হয়ে গেছে বলে দাবি বিশেষজ্ঞদের।
আগে আক্রমণকারীদের শক্তিশালী হুমকি দ্রুত পাঠাতে সাহায্য করত এআই টুলস। ফলে তারা আরো জটিল আক্রমণ বেশি পরিমাণে চালাতে পারত, যা এক সময় কখনো কল্পনাও করা যায়নি। এখন সাইবার আক্রমণ আরো বিপজ্জনক হয়ে উঠেছে।
সাইবার নিরাপত্তা কোম্পানি সিম্যানটেকের গবেষকরা এআই টুল ‘অপারেটর’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে সাইবার আক্রমণের বেশ কয়েকটি পদক্ষেপ সম্পন্ন করেছেন। এ পরীক্ষায় তারা একটি লক্ষ্যবস্তু চিহ্নিত করে তার ই-মেইল ঠিকানা খুঁজে বের করেন। পরে ভিকাটিমের কম্পিউটার থেকে সিস্টেমের তথ্য সংগ্রহ করতে ক্ষতিকর পাওয়ারশেল স্ক্রিপ্ট তৈরি করেন। এরপর তারা স্ক্রিপ্টটি একটি খুবই বিশ্বাসযোগ্য ই-মেইলের মাধ্যমে ওই ব্যক্তির কাছে পাঠান, যেন প্রাপক ই-মেইলটি খুলে ফেলে।
গবেষকরা জানিয়েছেন, সাইবার হামলা পরীক্ষার প্রথম প্রচেষ্টাটি ব্যর্থ হয়। এ সময় অপারেটর হস্তক্ষেপ করে প্রক্রিয়াটি বন্ধ করে দেয়। এটি কাজ এগিয়ে নিতে অস্বীকার করে, কারণ অযাচিত ই-মেইল পাঠানো ও সম্ভাব্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করতে পারে। তবে কিছু নির্দেশনা (প্রম্পট) পরিবর্তন করে এআই এজেন্ট সাইবার হামলা তৈরি করতে সক্ষম হয়।
প্রতিবেদন বলছে, এআই এজেন্টগুলো ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করতে ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীর অ্যাপয়েন্টমেন্ট বুকিং, মিটিং শিডিউলিং ও ই-মেইল লেখার মতো কাজগুলোর সাহায্য করে এটি। এসব এজেন্ট হয়তো শিগগিরই আরো শক্তিশালী হয়ে উঠবে বলে ধারণা বিশেষজ্ঞদের। এ প্রযুক্তিগত সুযোগকে কাজে লাগিয়ে সাইবার অপরাধের পরিমাণ বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সূত্র: টেকরাডার।