ছোট ভিডিও তৈরির সহজ মাধ্যম হিসেবে টিকটক বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। শুধুই বিনোদনের প্ল্যাটফর্ম নয়, এখন এটি হয়ে উঠেছে ব্যবসা ও বিপণনের শক্তিশালী মাধ্যম। প্রতিনিয়ত বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান টিকটকের বিজ্ঞাপন ব্যবস্থার সাহায্যে প্রচার চালিয়ে যাচ্ছে তাদের পণ্য ও সেবা। আর এবার সেই প্রচারণা কার্যক্রমকে আরও সহজ করতে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল যুক্ত করল টিকটক।
নতুন এআই টুলের সুবিধা কী?
টিকটকের তথ্যমতে, এই নতুন টুলটি-
>>ছবি ও টেক্সট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে সক্ষম
>>জেনারেটিভ অ্যাভাটার ব্যবহার করে পণ্য প্রদর্শন করতে পারে
>>পোশাক পরে পরার দৃশ্য বা অ্যাপ ব্যবহার করার ডেমো দৃশ্য তৈরি করতে পারে
>>কম সময়ে ও কম খরচে চাহিদামতো ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে সাহায্য করে
>>এতে করে ছোট-বড় যেকোনো ব্যবসা আরও সহজে ও দ্রুত ক্রিয়েটিভ ভিডিও কনটেন্ট তৈরি করতে পারবে।
‘টিকটক সিম্ফনি’র উন্নত সংস্করণ
গত বছর টিকটক চালু করেছিল AI-চালিত “TikTok Symphony” নামের একটি টুল, যেখানে ছিল:
>>স্ক্রিপ্ট লেখার সহায়ক অ্যাসিস্ট্যান্ট
>>এআই ভয়েস ডাবিং সুবিধা
>>জেনারেটিভ অ্যাভাটার তৈরির ক্ষমতা
এই নতুন টুলটি সেই সিম্ফনি প্ল্যাটফর্মেরই উন্নত সংস্করণ। এবার ব্যবহারকারীরা শুধু স্ক্রিপ্ট নয়, ছবি ও লেখার সমন্বয়ে স্বয়ংক্রিয় ভিডিও বানাতে পারবেন, যার মাধ্যমে বিজ্ঞাপন আরও বাস্তবধর্মী ও প্রভাবশালী হবে।
কবে আসছে টুলটি?
নতুন এআই টুলটি খুব শিগগিরই “Symphony Creative Studio” প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে বিজ্ঞাপনদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।
বিজ্ঞাপন জগতে এআই-এর দ্রুত প্রবেশ
বিশ্বব্যাপী বিজ্ঞাপন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে।
মেটা (Meta) জানিয়েছে, তারা ২০২৬ সালের মধ্যে পুরোপুরি স্বয়ংক্রিয় বিজ্ঞাপন নির্মাণ চালু করার পরিকল্পনা করেছে।
এআই-এর সাহায্যে প্রতিষ্ঠানগুলো কম সময়, কম খরচে, বেশি কার্যকর বিজ্ঞাপন তৈরি করতে পারছে। সূত্র: ম্যাশেবল