স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এসএমএস ইনবক্সে প্রতিদিন নানা ধরনের বার্তা আসে-তার মধ্যে প্রচুর স্প্যাম বা অপ্রয়োজনীয় মেসেজও থাকে। এই স্প্যামের ভিড়ে আসল ও গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া অনেক সময় ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক এই সমস্যার সমাধান আনতে নতুন এক এআই-চালিত ফিচার চালু করেছে জনপ্রিয় কল ও মেসেজ শনাক্তকারী অ্যাপ ট্রুকলার (Truecaller)।
নতুন ফিচার: ‘মেসেজ আইডি (Message ID)’
এই নতুন ফিচারটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) ব্যবহার করে ফোনের ইনবক্স স্ক্যান করে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আলাদা করে চিহ্নিত করা হয়। যেমন:
>>ওটিপি (OTP)
>>ব্যাংক অ্যালার্ট
>>টিকিট বুকিং
>>ডেলিভারি আপডেট
>>ফ্লাইট স্ট্যাটাস
>>পেমেন্ট রিমাইন্ডার
এসব বার্তার পাশে একটি সবুজ টিক চিহ্নসহ ‘Message ID’ দেখানো হয়, যা ব্যবহারকারীকে নিশ্চিত করে যে বার্তাটি একটি ভেরিফায়েড প্রতিষ্ঠানের কাছ থেকে এসেছে এবং প্রতারণামূলক নয়।
গোপনীয়তা রক্ষা নিশ্চিত
ট্রুকলার জানিয়েছে, এই ফিচারটি ব্যবহার করে ইনবক্স স্ক্যান করার পুরো কাজটি ডিভাইসের ভেতরেই সম্পন্ন হয়। অর্থাৎ, ব্যবহারকারীর কোনো মেসেজ ডেটা ফোনের বাইরে পাঠানো হয় না-ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় থাকে।
যেভাবে ফিচারটি কাজ করে
>> এই ফিচার চালু করতে হলে ব্যবহারকারীকে ফোনের ‘Read SMS’ ও ‘Display over other apps’ পারমিশন দিতে হবে।
>>অনুমতি দেওয়া হলে, মেসেজ আসার সঙ্গেসঙ্গেই তা বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ হলে আলাদা করে নোটিফিকেশন দেখানো হবে।
>>বার্তার উপরে একটি ‘AI Generated Summary’ দেখা যাবে, যা এক নজরে মূল তথ্য জানিয়ে দেবে।
কোথায় ও কীভাবে পাওয়া যাবে?
এই ফিচারটি বর্তমানে ভারতসহ ৩০টির বেশি দেশে চালু হয়েছে এবং এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় কাজ করতে সক্ষম।
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
এত দিন ট্রুকলারের রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম ব্লকিং সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। এখন ট্রুকলার আইওএস প্ল্যাটফর্মেও নতুন API সাপোর্ট চালু করেছে, যার ফলে আইফোন ব্যবহারকারীরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন।
যারা প্রতিদিন অসংখ্য স্প্যাম মেসেজের ভিড়ে আসল বার্তা খুঁজে পেতে হয়রান হন, তাদের জন্য ট্রুকলারের এই ‘মেসেজ আইডি’ ফিচার হতে পারে একটি কার্যকরী সমাধান। নিরাপদ, স্বয়ংক্রিয় এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিশ্চিত করেই এটি ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা আরও সহজ ও স্বচ্ছ করবে।