প্রস্তাবিত নেটওয়ার্ক টপোলজি নীতিমালা নিয়ে বৈঠক করছেন ইন্টারনেট ব্যবসায়ীদের বিভিন্ন লেয়ারের প্রতিনিধিরা। আইএসপি, আইআইজি, এনটিটিএন, মোবাইল অপারেটরহ বিভিন্ন লেয়ারের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরিসি)।
তবে বৈঠকে আমন্ত্রণ না পেয়ে নীতিমালায় নিজেদের অবস্থান সুসংহত করতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনের সমানে অবস্থান ধর্মঘট করছেন তিন শতাধিক ব্যবসায়ী। ঢাকার বাইরে থেকে চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে থানা পর্যায়ের ইন্টারনেট ব্যবসায়ীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীতিমালার বিভিন্ন বিষয়ে বিক্ষোভ প্রকাশ করছেন তারা।
‘দেশী পুঁজি রক্ষা কর, থানা আইএসপি সুরক্ষা কর’, ‘বাঁচাও লাইসেন্স, বাঁচাও ব্যবসা, বাঁচাও পরিবার’, ‘দেশীয় আইএসপি বাঁচিয়ে রাখি, দেশের টাকা দেশেই রাখি’, প্রতিযোগিতামূলক সেবা গ্রাহকের অধিকার ইত্যাদি প্লেকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ করছেন।
জানা গেছে, ইন্টারনেট সেবাদাতা ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি’র নির্বাচিত নেতাদের ছাড়াই তারা এই বিক্ষোভ করছেন। বিক্ষোভে অংশ নেওয়া থানা আইএসপি’ রাইসুল ইসলাম তুহিন, আলমগীর হোসেন, মাসুদুল আলম জীবন প্রমুখ অভিযোগ করে বলেন, ‘নতুন নীতিমালার ফলে প্রায় ১০ লাখ কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই নীতিমালাটা সংশোধন করতে হবে।’