ইন্টারনেটসহ আট খাতের বর্ধিত ভ্যাট প্রত্যাহার

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সম্পূরক শুল্ক বৃদ্ধির ১৩ দিনের মাথায় মোবাইল টকটাইম, ইন্টারনেটসহ আট খাতের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।  বুধবার (২২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত এসআরও-তে বলা হয়েছে, শুধু মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের এসও১২.১৪ অনুযায়ী, প্রদত্ত সেবার ক্ষেত্রে ২০ শতাংশের অতিরিক্ত সম্পূরকশুল্ক এবং সেবার কোড এসও১২.১৪ এর বিপরীতে ইন্টারনেট সংস্থা (আইএসপি) আরোপিত সকল সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বির্নিমাণ এবং অনলাইনভিত্তিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বাড়বে না।

একইসঙ্গে জনস্বার্থে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এ সংশ্লিষ্ট সেবা মূল্য বৃদ্ধি পাবে না।

এর আগে সম্পূরক শুল্ক আরোপ করায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসেসিয়েশনের পক্ষ থেকে প্রথম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে নাগরিক সমাজ। এরপর টিপ্যাপ-এর আয়োজনে ইন্টারনেটকে সামাজিক পণ্য বিবেচনা করে এই সেবাকে নাগরিক মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভূক্তির দাবি জনিয়েছেন খাত সংশ্লিষ্টরা। একইসঙ্গে এর ওপর ভ্যাট-ট্যাক্স আরোপে মনোনিবেশ না করে সুলভে সকল নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আর এই আহ্বানে সাড়া না দিলে এনবিআর এবং সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভোক্তারা।
 
image

আপনার মতামত দিন