সৌর পার্ক স্থাপনে একসঙ্গে কাজ করবে রবি-ফ্লোসোলার ও গ্রিনপাওয়ার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
২০৫০ সালের মধ্যে শুন্য কার্বন নিঃসরণ কোম্পানিতে পরিণত হতে চায় বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল অপারেটর রবি আজিয়েটা। এই লক্ষ্যে টাওয়ারগুলোকে সৌরবিদ্যুতের অধীনে আনতে কাজ করছে অপারেটরটি।

এরই অংশ হিসেবে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে নিজেদের প্রধান কার্যালয়ে ফ্লোসোলার সল্যুশন ও গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে রবি। এই চুক্তি বাস্তবায়ন হলে দেশ থেকে ৬৮ হাজার ২০০ টন কার্বন নিঃসরণ কমবে বলে ধারণা করা হচ্ছে।

একটি টেকসই সৌর পার্ক স্থাপনের লক্ষে রবি’র চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) পেরিহাম এলহামী আহমেদ মেতাওয়েহ, ফ্লোসোলার সল্যুশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা আজিম কাশেম খান এবং গ্রিন পাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মোরিয়ে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের অর্থনৈতিক বিভাগের প্রধান জুলিয়েন দুয়ে; এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাশেম খান এবং রবি’র কোম্পানি সচিব ও চিফ কর্পোরেট অফিসার শাহেদ আলম উপস্থিত ছিলেন।

এই, করপোরেট বিদ্যুত ক্রয় চুক্তির (সিপিপিএ) অধীনে রবির দেশজুড়ে বিস্তৃত ১৬ হাজার বিটিএস এর জন্য নবায়নযোগ্য শক্তি হিসেবে  উৎপাদন, সঞ্চালন ও ব্যবহারের সম্ভাব্যতা যাচাই সহ ১০০ মেগাওয়াট পিকের (এমডব্লিউপি) একটি সৌরবিদ্যুত প্লাট স্থাপন এবং পরিচালনার জন্য একটি স্পেশাল পারপাস ভেহিক্যাল (এসভিপি) গঠন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে এরইমধ্যে কয়েকটি স্থান সংক্ষিপ্তভাবে তালিকাভূক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে চুক্তিবদ্ধ পরিকল্পনার আউটলাইন তুলে ধরে শাহেদ আলম বলেছেন, ‎মোবাইলে অপারেটর গুলো লার্জেস্ট কনজিউমার অফ ইলেক্ট্রিসিটি। আমরা চেষ্টা করছি কিভাবে আমাদের নেট এমিসন জিরো করা যায়। ১৬০০০ সাইটে এ সোলার প্যানেল দিচ্ছি। ‎আমরা তিনটা কোম্পানি নিজেরাই অল্টারনেটিভ পাওয়ার সোর্স থেকে নিজেদের পাওয়ার জেনারেট করতে চাই। রবি কমিটমেন্ট দিচ্ছে ২০৫০ এর মধ্যে আমরা নেট জিরো মিশনে পৌঁছে যাব ইনশাআল্লাহ। 
image

আপনার মতামত দিন